সার্চ ইঞ্জিনের বাজারে শীর্ষে গুগল
- প্রযুক্তি ডেস্ক
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চলতি বছরও সার্চ ইঞ্জিনের বাজারে গুগলের আধিপত্য অব্যাহত রয়েছে। স্ট্যাটকাউন্টারের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, গত নভেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্যানুযায়ী, এ বাজারে টেক জায়ান্টটির হিস্যা ছিল ৮৯ দশমিক ৯৮ শতাংশ। সংস্থাটি বলছে, ২০১৪ সালের পর গুগলের বাজার হিস্যা ৯০ শতাংশের নিচে নেমেছে খুব কম সময়। কোম্পানিটি ডেস্কটপ, ট্যাবলেট ও স্মার্টফোনসহ সব ডিভাইসেও শীর্ষ সার্চ ইঞ্জিন হিসেবে জায়গা করে নিয়েছে।
চলতি বছর বিশ্বজুড়ে প্রায় ৯০ শতাংশ অনুসন্ধান পরিচালিত হয় গুগলের মাধ্যমে। অর্থাৎ প্রতি ১০ জন ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৯জন গুগল ব্যবহার করে তথ্য অনুসন্ধানের জন্য। ২০১০ থেকে এ পর্যন্ত সার্চ ইন্ডাস্ট্রিতে আধিপত্য ধরে রেখেছে গুগল।
বাজার হিস্যার তালিকায় গুগলের পর আছে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন। যদিও গুগলের সঙ্গে তুলনায় বিং অনেক পিছিয়ে। নভেম্বর পর্যন্ত কোম্পানিটির বাজার হিস্যা মাত্র ৩ দশমিক ৯৪ শতাংশ, যা এক বছর ধরে ৩-৪ শতাংশের মধ্যে ওঠানামা করছে। ২০২৩ সালের একই সময় কোম্পানিটির বাজার হিস্যা ৩ দশমিক ২ শতাংশে নেমে যায়। এ তালিকায় তৃতীয় শীর্ষ সার্চ ইঞ্জিন হলো রাশিয়ার ইয়ানডেক্স, ২ দশমিক ৪ শতাংশ। তবে রাশিয়ায় ইয়ানডেক্সের বাজার হিস্যার পুরোপুরি আলাদা চিত্র দেখা যায়। ওই দেশে কোম্পানিটির শেয়ার ৭২ দশমিক ৭৪ শতাংশ, যা গুগলের ২৫ দশমিক ৮৫ শতাংশের তুলনায় বেশি। স্ট্যাটকাউন্টারের তথ্যানুযায়ী, রাশিয়ায় প্রায় ৯৮ দশমিক ৫৯ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ইয়ানডেক্স ও গুগল উভয়েই ব্যবহার করে।
গুগল, বিং ও ইয়ানডেক্সের পর ১ দশমিক ২৪ শতাংশ হিস্যা নিয়ে চতুর্থ জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো ইয়াহু। এ তালিকায় চীনের প্রধান সার্চ ইঞ্জিন বাইডু পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির বাজার হিস্যা দশমিক ৮১ শতাংশ। ইভেসি বেইসড সার্চ ইঞ্জিন ডাকডাকগো রয়েছে ষষ্ঠ স্থানে, যার বাজার হিস্যা দশমিক ৭৯ শতাংশ। বিং, ইয়ানডেক্স, ইয়াহু, ডাকডাকগো ও বাইডুর সম্মিলিত বাজার হিস্যা ৯ দশমিক ১৮ শতাংশ, যা গুগলের তুলনায় অনেকটাই কম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা